ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় যাত্রীবেশে অনাবিল পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) কামরুল ফারুক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, অনাবিল পরিবহনের (ঢাকা মেট্রো-গ ১১-১৪৭০) একটি বাসে যাত্রীবেশে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়। এতে ওই বাসের কয়েকটি সিট ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫