নাটোর: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-পাবনা মহাসড়কের রাজাপুর বাজারে বরযাত্রীবাহী বাসে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাস চালক আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় নাটোর-পাবনা-খুলনা মহাসড়কের রাজাপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ করিম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় বগুড়া থেকে চুয়াডাঙ্গাগামী সজনী পরিবহনের (চুয়াডাঙ্গা জ ১১-৩০৭) বরযাত্রীবাহী একটি বাস নাটোর-পাবনা-খুলনা মহাসড়কের রাজাপুর বাজারে এলে দুর্বৃত্তরা বাসটিতে একটি ককটেল নিক্ষেপ করে।
এতে বাস চালক চুয়াডাঙ্গা সদরের গেদারগঞ্জের হাসানবুড়ার ছেলে মতিউর রহমান (৪০) সামান্য আহত হয়েছেন। তাকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে বাসটি গন্তব্যস্থলের উদ্দেশে রওয়ানা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) এমরান হোসেন বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের আটকের সব চেষ্টা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫