সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় টায়ার জালিয়ে রেলপথের স্লিপারে আগুন দিয়েছে দুর্বত্তরা।
এ সময় উল্লাপাড়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকা-দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনটি আধাঘণ্টা দেরিতে ছেড়ে যায়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথে উল্লাপাড়া উপজেলার মণ্ডলজানি গ্রামের রেলসেতুর পশ্চিমপাশে এ ঘটনা ঘটে।
উল্লাপাড়া স্টেশন মাস্টার খাঁন মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, অবরোধ সমর্থনকারীরা রেলপথের স্লিপারের সঙ্গে টায়ার লাগিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় সেখানে থাকা আনসার সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করলে অবরোধকারীরা তাদের ধাওয়া করে।
খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে অবরোধকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ ও আনছার সদস্যরা আগুন নেভায়।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ শামীম আলম ও র্যাব-পুলিশ-বিজিবির একটি টিম এবং জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তাজুল হুদা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫