দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলার বানিয়াপাড়া এলাকায় একটি অটোবাইকে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। এসময় এক যাত্রী দগ্ধ হন।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাত পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিরল থেকে দিনাজপুরগামী একটি অটোবাইক বানিয়াপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় আগুন দেয় অবরোধ সমর্থকরা। এসময় অটোবাইকের ভিতরে থাকা একজন যাত্রী আগুনে সামান্য দগ্ধ হন।
পরে দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছনোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক লিয়াকত আলী বাংলানিউজকে জানান, অটোবাইকে পেট্রোল দিয়ে আগুন দেওয়া হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
দিনাজপুর বিরল থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫