সাভার (ঢাকা): ধামরাইয়ের বংশাই নদীতে অবৈধভাবে বালু তোলার সময় একটি ড্রেজার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই ড্রেজারের এক হাজার ফুট পাইপ দ্বংস করা হয়।
শনিবার (০৭ ফ্রেব্রুয়ারি) বংশাই নদীর হাটকুশুরা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, দীর্ঘ দিন যাবত কিছু বালু ব্যবসায়ী নদীতে ড্রেজার বসিয়ে বালু তুলছিলেন। এটা বন্ধ করতেই অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় বালু উত্তোলনকারীদের আটক করা সম্ভব হয়নি। তবে তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫