বরিশাল: বরিশাল নগরীতে ফেনসিডিলসহ শেখ মো. কালাম ওরফে বিসিক কামাল (২৮) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৮।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর কাউনিয়া বিসিক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৮ সিপিবি-১ এর ক্যাপ্টেন আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া বিসিক এলাকায় অভিযান চালিয়ে কামালকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকার একটি স’মিলের পেছন থেকে ৪শ’ ১০ বোতল ফেনসিডিল ও ৩৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫