ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ফেনসিডিলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
বরিশালে ফেনসিডিলসহ যুবক আটক প্রতীকী

বরিশাল: বরিশাল নগরীতে ফেনসিডিলসহ শেখ মো. কালাম ওরফে বিসিক কামাল (২৮) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৮।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর কাউনিয়া বিসিক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।



র‌্যাব-৮ সিপিবি-১ এর ক্যাপ্টেন আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া বিসিক এলাকায় অভিযান চালিয়ে কামালকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকার একটি স’মিলের পেছন থেকে ৪শ’ ১০ বোতল ফেনসিডিল ও ৩৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।