ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতার আসামি গ্রেফতার, পুরস্কৃত পুলিশ সদস্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
নাশকতার আসামি গ্রেফতার, পুরস্কৃত পুলিশ সদস্য বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় জেলায় অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও চলমান নাশকতায় জড়িত আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে নগদ অর্থ ও সম্মাননা পদক তুলো দেন বগুড়া জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম।



সম্মাননাপ্রাপ্তরা হলেন- বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) সার্কেল মোহাম্মদ নাজির আহম্মেদ খান ও তার সঙ্গীয় ফোর্স, সহকারী পুলিশ সুপার (সদর) মো. গাজিউর রহমান ও তার সঙ্গীয় ফোর্স, গোয়েণ্দা পুলিশ ইনচার্জ (ওসি/ডিবি) আমিরুল ইসলাম, ডিবি উপ-পরিদর্শক (এএসআই) মজিবর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হামিদ ও তার সঙ্গীয় ফোর্স।

এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান ফারুকী ও বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, পুরস্কার পুলিশ সদস্যদের সাহসিকতাপূর্ণ কাজের উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে সহায়ক ভূমিকা রাখবে।
  
বাংলাদেশ সময়: ০৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।