ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী সদর হাসপাতালে বার্ন ইউনিট চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
ফেনী সদর হাসপাতালে বার্ন ইউনিট চালু বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: বিএনপি জামায়াতের টানা হরতাল-অবরোধে পেট্রোলবোমায় দগ্ধ রোগীদের চিকিৎসার্থে ফেনী আধুনিক সদর হাসপাতালে বার্ন ইউনিট চালু করা হয়েছে।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইউসুফ বার্ন ইউনিট চালুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।



তিনি জানান, সদর হাসপাতালের ‘পোস্ট অপারেটিভ’ কক্ষটিকে ‘স্পেশাল কেয়ার ইউনিট’ (বার্ন ইউনিট) নামে চালু করা হয়েছে। এখানে ছয়টি বেডে ছয়জন রোগীকে দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন বিশেষজ্ঞ নার্স সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিতে প্রস্তুত।

হাসপাতালে বার্ন ইউনিট চালু হওয়ায় পোড়া রোগীদের ফেনী হাসপতালেই চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে বলেও জানান ডা. মোহাম্মদ ইউসুফ।

বাংলাদেশ সময়: ০৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।