বগুড়া: বগুড়ায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধসহ চলমান সহিংসতা রুখতে জনসচেতনতায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস।
শনিবার(৭ ফেব্রুয়ারি) বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।
গোকুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে গোকুল তছলিম উদ্দিন বালক উচ্চ বিদ্যালয়ের হলরুমে পরিষদের সদস্য ফায়জুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক।
সভায় বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) আশরাফুজ্জামান, সদর উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) শাহান আখতার জাহান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব শাহাদৎ আলম ঝুনু, বগুড়া সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলু, বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার, শিবগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব, রায়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, বগুড়া পৌর কাউন্সিলর স্বপ্না চৌধুরী, ইউনিয়ন পরিষদ সদস্য নাজমা আখতারসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, কতিপয় দুর্বৃত্ত্বের নাশকতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গোটা এলাকার মানুষ। তাই নাশকতার বিরুদ্ধে সোচ্চার হতে সব শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বাংলাদেশ সময়: ০৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫