গাইবান্ধা: গাইবান্ধায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় নিহত ছয়জনের দাফন-দাহ সম্পন্ন হয়েছে। এদের সবাই জেলার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে সুন্দরগঞ্জ উপজেলার চন্ডীপুর ইউনিয়নের স্থানীয় খোলা মাঠে পাঁচজনের নামাজে জানাজা ও কালীর খামার গ্রামের মাঝিপাড়ার শ্মশান ঘাটে একজনের দাহ অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন মাওলানা শাহজালাল মিয়া।
জানাজায় গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) রাশেদুল হক প্রধান, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, চন্ডীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ, কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের হাফিজার রহমানসহ এলাকার হাজারো মানুষ অংশ নেন।
শেষে প্রত্যেকের পারিবারিক কবরস্থানে দাফন ও দাহ সম্পন্ন করা হয়। এরআগে শনিবার বিকেল ৪ টার দিকে চন্ডীপুর গ্রামের বাড়ি এসে পৌছায় নিহতের মরদেহ।
তারা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার চন্ডীপুর ইউনিয়নের পশ্চিম চন্ডীপুর সিচা গ্রামের মৃত শাহাবুদ্দিনের স্ত্রী হালিমা বেওয়া (৪০), একই গ্রামের শাহজাহান আলীর ছেলে সুমন মিয়া (২০), তারা মিয়ার শিশু ছেলে সুজন (১০) তার স্ত্রী সোনাভান (৩০), কঞ্চিবাড়ি ইউনিয়নের দক্ষিণ কালির খামার গ্রামের রিক্সা চালক সৈয়দ আলী (৪০) এবং মধ্যপাড়া নাগের খামার গ্রামের বলরাম দাসের শিশু মেয়ে শিল্পী (৭)।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) রাশেদুল হক প্রধান দাফন-দাহের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
শুক্রবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট এলাকায় বোমা হামলায় শিকার হন তারা।
এদের মধ্যে সৈয়দ আলী, সুমন, শিল্পী ও হালিমা ঘটনাস্থলে ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পরদিন সকালে শিশু সুজন এবং বিকেলে তার মা সোনাভান মারা যান।
চন্ডীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ বাংলানিউজকে জানান, হতাহতদের বেশির ভাগই জীবিকার তাগিদে কাজের সন্ধানে ঢাকা যাচ্ছিলেন।
এদিকে, রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন ২০ জনের মধ্যে দগ্ধ ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে বাংলানিউজকে জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজ বার্ন ইউনিটের প্রধান সহকারী ডা. মারুফুল ইসলাম।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর থেকে নাপু এন্টারপ্রাইজের একটি বাস অর্ধশত যাত্রী নিয়ে ঢাকা উদ্দেশে যাচ্ছিলো। তুলসিঘাট এলাকায় পৌছালে বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫