ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ-হরতালে প্রতিদিন কোথাও না কোথাও পেট্রোল বোমায় পুড়িয়ে দেওয়া হচ্ছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক। বোমার আগুনে ঝলসে যাচ্ছেন ট্রাক ড্রাইভার, বাসচালক, হেলপার ও সাধারণ যাত্রীরা।
সিরাগঞ্জের সবজি ব্যবসায়ী মিয়াজ উদ্দিন রাজধানীতে সবজি সরবরাহ করতে খুঁজে নিয়েছেন তার নিজস্ব উপায়। হরতাল-অবরোধের আগুন থেকে রেহাই পেতে সবজি ভর্তি ট্রাকের সামনে লাগিয়েছেন সংবাদপত্রের ব্যানার। লাল কাপড়ে বড় আকারের এই ব্যানার ব্যবহার করে সিরাজগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসছেন শীতকালীন সবজি।
ট্রাকে সংবাদপত্রে ব্যানার কেন জানতে চাইলে মিয়াজ উদ্দিন বাংলানিউজকে বলেন, সংবাদপত্রের ব্যানার থাকলে হরতাল সমর্থক ও অবরোধকারীরা ট্রাকে পেট্রোল বোমা মারে না। তারা ভাবে এটা সংসবাদপত্রের গাড়ি। এতে গাড়িটাও সেভ হয়, আমরাও বাঁচি। মালটাও সময়মতো বাজারে পৌঁছায়। পথে অন্যরাও প্রেসের গাড়ি হিসেবেই মূল্যায়ন করে।
হরতাল-অবরোধে ব্যবসার খবর জানতে চাইলে তিনি বলেন, ব্যবসার কথা আর বলে লাভ নাই। আমরা হলাম গরিব মানুষ, ছোট্ট-খাটো ব্যবসা করে বেঁচে আছি। একদিন মাল বেচতে না পারলে বউ পোলাপানরে খাওয়াবো কী? তাই যেভাবেই হোক আমাদের মাল বিক্রি করতে হবে।
হরতাল-অবরোধে সিরাজগঞ্জ থেকে সবজি ঢাকায় পৌঁছাতে দেড় থেকে দুই গুণ বাড়তি খরচ হচ্ছে বলেও জানান মিয়াজ উদ্দিন।
আরেক সবজি ব্যবসায়ী মো. হাছান একই সুরে বলেন, আগে সিরাগঞ্জ থেকে এক ট্রাক মাল আনতে লাগতো ১২/১৩শ’ টাকা। এখন লাগছ ১৮শ’ থেকে ২ হাজার টাকা। বর্তমানে ব্যবসা নেই। তারপরেও পেটের টানে, জানের ঝুঁকি নিয়ে বের হতে হয়।
বাংলাদেশ সময়: ০৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫