ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দেশজুড়ে ২৫৩ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
দেশজুড়ে ২৫৩ প্লাটুন বিজিবি মোতায়েন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: ২০ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন  নাশকতা রোধ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ সারা দেশে ২শ’ ৫৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জরুরি প্রয়োজনে প্রস্তুত রাখা হয়েছে আরও ৬০ প্লাটুন।



শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মুহসীন রেজা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, হরতালে নাশকতা রোধে অন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শুধু রাজধানীর নিরাপত্তার স্বার্থে রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে ৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। এরা মোতায়েন থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এছাড়াও রাজধানী ঢাকার বাইরে মোতায়েন রয়েছে ২৪৭ প্লাটুন বিজিবি। এর মধ্যে মহাসড়কে চলাচলরত যানবাহনে নিরাপত্তার জন্য ১০৪ প্লাটুন এবং বিভিন্ন স্থানে নাশকতা এড়াতে দায়িত্বপালন করবে ১৪৩ প্লাটুন।

তিনি আরো জানান, জরুরী ভিত্তিতে মোতায়েনের জন্য প্রয়োজনে ৬০ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। সবকটি প্লাটুন আগামী ২৪ ঘণ্টার জন্য দায়িত্ব পালন করবে। শুধু রাজধানীর প্লাটুনগুলো সন্ধ্যা ৬টা পর্যন্ত মোতায়েন থাকবে।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।