কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর ভাটপাড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে স্বপন (৩৯) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
রাত ৩টার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত স্বপন উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার উত্তর রামপুর গ্রামের বাসিন্দা। তিনি যুবলীগ নেতা মোস্তাক হত্যাসহ ২৮ মামলার আসামি ছিলেন।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পরে বিস্তারিত জানাবো।
বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫