মেহেরপুর: গাংনীর সীমান্তবর্তি কাজীপুর গ্রামের সাহেবপাড়া তালতলা নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-৬।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসআই উৎপল রায়ের নেতৃত্বে র্যাবের একটি টিম অভিযান চালিয়ে এ ফেনসিডিল উদ্ধার করে।
এএসপি উৎপল রায় বাংলানিউজকে জানান, কাজীপুর সাহেবপাড়া এলাকা দিয়ে ফেনসিডিল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ফেনসিডিলগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে প্লাস্টিকের সাদা বস্তায় ভরা অবস্থায় ১৪৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ ঘটনায় রোববার (০৮ ফেব্রুয়ারি) সকালে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান র্যাব কমান্ডার এএসপি উৎপল রায়।
বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫