কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার লদুয়া এলাকা থেকে ১২টি ককটেল ও একটি পেট্রোল বোমাসহ গুলিবিদ্ধ অবস্থায় জামায়াত-শিবিরের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ২টার দিকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-উপজেলার দোলখার এলাকার রাম মজুমদার বাড়ির বাসিন্দা জামায়াত নেতা বেলায়েত হোসেন (৪৫) ও একই এলাকার রাম পন্ডিত বাড়ির আব্দুল হাদির ছেলে শিবির নেতা বেলাল হোসেন (২৮)। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাঙ্গলকোট থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, লদুয়া এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ককটেল ও পেট্রোল বোমাসহ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ওই দু’জনকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫