ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় পেট্রোল বোমাসহ ৫ শিবির নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
খুলনায় পেট্রোল বোমাসহ ৫ শিবির নেতাকর্মী আটক

খুলনা: খুলনায় ৪টি পেট্রোল বোমাসহ ৫ শিবির নেতাকর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ।

শনিবার (০৭ ফেব্রুয়ারি)  দিবাগত রাত পৌনে তিনটার দিকে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।



গ্রেফতারকৃতরা হলেন- মো. আসাদুজ্জামান (২৩) আলীয়া মাদ্রাসা শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, আবু সালেহ, সাধারণ সম্পাদক, মো. আব্দুল ওয়াহেদ (২৩), অর্থ সম্পাদক এবং মো. ইসমাইল হোসেন (২৩) সাথী (পদবী) ও আল মামুন (২৩) কর্মী।

গোপন সংবাদের ভিত্তিতে খুলনা আলীয়া মাদ্রাসার পুরাতন হোস্টেলের ২২০ এবং ২২২ নং কক্ষে পুলিশ অভিযান চাল‍ায় খুলনা সদর থানা পুলিশ। এসময় বেশ কিছু জিহাদী বই এবং শিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল জব্বার সাক্ষরিত চাঁদা আদায়ের বেশ কিছু বই উদ্ধার করা হয়।

রোববার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় খুলনা সদর থানায় আটককৃতদের নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন রোববার হরতাল-অবরোধে নাশকতার লক্ষ্যে আলীয়া মাদ্রাসায় পেট্রোল বোমা রাখা হয়েছে। মাদ্রাসার পুরাতন হোস্টেলের ২২০ এবং ২২২ নং কক্ষে খুলনা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে শিবিরের ৫ নেতাকর্মী ও ৪টি পেট্রোল বোমা, জেহাদী বই চাঁদা আদায়ের বইসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করে।  

এসময় আরও কয়েকজন শিবিরের নেতাকর্মী পালিয়ে যান। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা ,ফেব্রুয়ারি ০৮,২০১৫/আপডেট ১১১০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।