ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর থানার তালতলা নতুন রাস্তা এলাকা থেকে জসিম উদ্দিন (২৩) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (০৮ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে খবর পেয়ে তালতলা নতুন রাস্তা এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত শেষে হত্যার কারণ বলা যাবে বলে জানিয়ে এসআই আবদুর রব বলেন, নিহতের বুকে পিটে বেশ কয়েকটি ছিদ্র জখম রয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫