ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শেরেবাংলা নগরে তরুণের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
শেরেবাংলা নগরে তরুণের লাশ উদ্ধার প্রতীকী

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর থানার তালতলা নতুন রাস্তা এলাকা থেকে জসিম উদ্দিন (২৩) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জসিম উদ্দিনের বাবার নাম আবদুর রাজ্জাক জানা গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে খবর পেয়ে তালতলা নতুন রাস্তা এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত শেষে হত্যার কারণ বলা যাবে বলে জানিয়ে এসআই আবদুর রব বলেন, নিহতের বুকে পিটে বেশ কয়েকটি ছিদ্র জখম রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।