ঢাকা: ঢাকা, কুমিল্লা ও যশোরে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। শনিবার (০৭ ফেব্রুয়ারি) গভীররাত থেকে রোববার ভোর ৪টার মধ্যে এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বাংলানিউজের করেসপন্ডেন্টদের পাঠানো খবর:
ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর থানার তালতলা নতুন রাস্তা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জসিম উদ্দিন (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৩টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জসিম উদ্দিনের বাবার নাম আবদুর রাজ্জাক বলে জানা গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রব বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার ভোর ৪টার দিকে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর ভাটপাড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে স্বপন (৩৯) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন।
শনিবার রাত আড়াইটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ কয়েক রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে।
রাত ৩টার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত স্বপন উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার উত্তর রামপুর গ্রামের বাসিন্দা। তিনি যুবলীগ নেতা মোস্তাক হত্যাসহ ২৮ মামলার আসামি ছিলেন।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
যশোর: যশোরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে রাজু ওরফে ভাইপো রাজু (২৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন।
ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
রাজু জেলা শহরের গাড়ীখানা রোড এলাকার আজিবর রহমানের ছেলে। তিনি হত্যাসহ পাঁচ মামলার আসামি।
র্যাব-৬ (যশোর) ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আশরাফ উদ্দিন বাংলানিউজকে জানান, শনিবার রাত ৯টার দিকে গাড়ীখানা এলাকা থেকে রাজুকে আটক করে র্যাব। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ভোর ৪টার দিকে র্যাব সদস্যরা তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায়। তারা শহরের মুড়লি-বাস টার্মিনাল সড়কের কাজিপুর রেলক্রসিং এলাকার একটি পরিত্যক্ত ইটভাটার সামনে পৌঁছুলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র্যাবও পাল্টা চার রাউন্ড গুলি চালায়। একপর্যায়ে রাজু গুলিবিদ্ধ হন ও অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ভোর সাড়ে ৪টার দিকে র্যাব সদস্যরা গুলিবিদ্ধ রাজুকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব জানায়, ঘটনাস্থল থেকে বিদেশি রিভলবার, দেশি শ্যুটারগান, তিন রাউন্ড গুলি, দুইটি রামদা, ২৫টি চকলেট বোমা, দুই বোতল মদ, চার বোতল ফেনসিডিল ও পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এর আগে, শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) ভোরে যশোর-খুলনা মহাসড়কের রামনগর এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক জামায়াত কর্মী নিহত হন।
বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫