লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ইয়াছিন আলী (১১) নামে একটি শিশুকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ইয়াছিন আলী ওই গ্রামের রুহুল আমীনের ছেলে।
আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, জমি নিয়ে ইয়াছিনের বাবা রুহুল ও চাচা আবু তাহেরের মধ্যে বিরোধ রয়েছে। শনিবার রাতের খাবার খেয়ে নিজেদের ঘরে ঘুমাচ্ছিল ইয়াছিন। সকালে ওই ঘরের দরজা খোলা ছিল ও ইয়াছিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর আবু তালেবের ঘরের পেছনে ইয়াছিনের মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে, ইয়াছিনের বাবার দাবি, জমি নিয়ে বিরোধের জের ধরে আবু তালেব তার ছেলেকে হত্যা করেছে।
অপরদিকে, আবু তালেবের দাবি, তাকে ফাঁসানোর জন্য নিজের সন্তানকে হত্যা করেছেন রুহুল।
ঘটনাস্থল থেকে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুস সোবহান বাংলানিউজকে জানান, শিশুটিকে গলাটিপে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫