ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
রূপগঞ্জে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

রূপগঞ্জ (নারায়নগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গোলান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।



আহতরা হলেন, ওই এলাকার বৃদ্ধ দাউদ উর রহমান (৭০) ও তার স্ত্রী জাহানারা বেগম (৬০)। এদের মধ্যে দাউদ উর রহমানকে স্থানীয় আল-রাফি হাসপাতালে ও জাহানারা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে বাড়ির সীমানায় ময়লা ফেলানোকে কেন্দ্র করে প্রতিবেশী মনির হোসেনের ছেলে সাজ্জাদ হোসেনের সঙ্গে বৃদ্ধ দাউদ উর রহমানের কথা কাটাকাটি হয়।

এরই জের ধরে রোববার ভোরে সাজ্জাদ হোসেন রাম দা দিয়ে দাউদ উর রহমান ও তার স্ত্রী জাহানারা বেগমকে ঘর থেকে বের করে এলোপাথ‍াড়ি কুপিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাম দা উদ্ধার করেছে। সাজ্জাদ হোসেনকে আটকের চেষ্টা চলছে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।