ঢাকা: দেশে চলমান হরতাল –অবরোধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হয়।
সমাবেশের ব্যানারে লেখা ছিলো ‘হরতাল-অবরোধের নামে নীরিহ জনগণ হত্যার হুমুকদাতা খালেদা জিয়াকে গ্রেফতার করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ’।
সমাবেশে বক্তারা বলেন, দেশের চলমান হরতাল–অবরোধ বাংলার মানুষকে বিষিয়ে তুলেছে। তারা এখন হরতাল–অবরোধের হুমুকদাতা খালেদা জিয়ার গ্রেফতার চায়। তাই বাংলার ১৬ কোটি জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ খালেদা জিয়াকে গ্রেফতারের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি পেশ করবে।
এ সময় বক্তারা বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে যদি খালেদা জিয়াকে গ্রেফতার করা না হয় তাহলে ১৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি বরাবর স্মারক লিপি পেশ করা হবে।
বিক্ষোভ সমাবেশ শেষে শ্রমিক নেতাকর্মীরা সকাল সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদানের জন্য তার কার্যালয়ে দিকে রওনা হন ।
সংগঠনের সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক মোহাম্মদ ইনছুফ আলী, কেন্দ্রীয় কার্যকরি সভাপতি রফিকুল ইসলাম,সহ-সভাপতি নজরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার মল্লিক,ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ ঢাকা মহানগরীর বিভিন্ন থানার শ্রমিক নেতারা।
বাংলাদেশ সময় : ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮,২০১৫