ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে আটক ১৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
বেনাপোলে আটক ১৩ ছবি: প্রতীকী

বেনাপোল (যশোর): বেনাপোলের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৩ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (০৮ ফেব্রুয়ারি) ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



পুলিশের অভিযানে নারী পাচার ও মাদক মামলায় সাজার আদেশপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্র্রেফতার হন। এরা হলেন-বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের নারী পাচার ও মাদক ব্যবসায়ী টুকু(৩০) এবং দিঘিরপাড় গ্রামের খলিলুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম (২৮)।

একই সময় বিজিবির অভিযানে বেনাপোলের পুটখালী সীমান্ত পথে ভারতে যাওয়ার সময় আটক হন ১১ জন। এরা হলেন-পিরোজপুর জেলার প্রণাম ঘরামীর স্ত্রী অর্পনা ঘরামী (৪৫), রতিকান্তের স্ত্রী মায়ারানি (৫০), সুজন মণ্ডলের স্ত্রী বিথী মণ্ডল (২৮), বর্ষা মণ্ডল (০৭), মনিন্দ্র নাথের ছেলে নিরঞ্জন (৪৭), স্ত্রী মিনতি রায় (৪০), সংকর (০৯), পিরোজপুরের নূর মোহাম্মদের ছেলে হোসেন (৩৭) ও ইকবাল হোসেন (৩৫), খুলনার গোবিন্দ চন্দ্র রায়ের ছেলে গৌর চন্দ্র রায় (২৫) এবং গৌর চন্দ্র রায়ের স্ত্রী সপ্না (১৯)।

বেনাপোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক মতিয়ার রহমান আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।