ঢাকা: দেশব্যাপী জামায়াত-শিবিরের নাশকতার প্রতিবাদে সকলকে কালোব্যাজ ধারণের অাহবান জানিয়েছে গণজাগরণ মঞ্চ।
জামায়াত-শিবিরের হরতালবিরোধী প্রতিবাদ মিছিল শেষে রোববার সকালে শাহবাগের প্রজন্ম চত্বরে এ আহবান জানান মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
ইমরান বলেন, দেশব্যাপী জামায়াত-শিবিরের চলমান সহিংসতা বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত দেশবাসীকে কালোব্যাজ ধারণের আহবান জানান তিনি।
ইমরান বলেন, জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ না হওয়ায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। এ দায় সরকারও এড়াতে পারে না।
গণতন্ত্র ও রাজনীতির নামে সহিংসতাকারীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করতে সরকারের প্রতি আহবান জানান তিনি।
জামায়াত-শিবিরের হরতাল শেষ না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান করবেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। সহিংসতার বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি চলছে মঞ্চের মিডিয়া সেলে।
এর আগে জামায়াত-শিবিরের ডাকা হরতালের প্রতিবাদে ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দেশের শিক্ষাবিরোধী, অর্থনীতিবিরোধী জ্বালাও-পোড়াওয়ের এই হরতাল জনগণ মানে না বলে মিছিলে স্লোগান দেওয়া হয়।
** গণজাগরণ মঞ্চের হরতালবিরোধী মিছিল
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫