বান্দরবান: বান্দরবানে পাহাড় ধসে মো. জাকারিয়া (২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো পাঁচ শ্রমিক।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবান শহরের সিদ্দিক নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মো. জিহান (২৬), স্বপন দাশ (২৮) ও মো. তাজুলের নাম জানা গেছে। এরা সবাই বান্দরবান সদরের বাসিন্দা এবং নির্মাণ শ্রমিক।
স্থানীয়রা জানায়, বান্দরবান শহরের সিদ্দিক নগর এলাকায় রাস্তার নির্মাণ কাজ চলছিল। এ সময় হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। এতে জাকারিয়াসহ ছয়জন মাটিচাপা পড়ে। স্থানীয়রা অন্যদের আহত অবস্থায় উদ্ধার করলেও ঘটনাস্থলেই জাকারিয়ার মৃত্যু হয়। আহতদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক ডা. লোকেশ চন্দ্র দাশ জানান, আহতদের মধ্যে জিহানের অবস্থা গুরুতর। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ (ওসি) আহমেদ বাংলানিউজকে জানান, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে, শহরের সিদ্দিক নগর এলাকায় সরকারি রাস্তার নির্মাণ কাজে বেশ কিছুদিন ধরে বিপদজনকভাবে পাহাড় কাটা হচ্ছিলো বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫