ঢাকা: মিরপুরের অ্যাপকো প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় কামাল হোসেন (৪০) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে।
রোববার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বার্ন ইউনিটের চিকিৎসক রাজিয়া সুলতানা কামাল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রাজিয়া সুলতানা জানান, কামাল হোসেন শরীরের ৩৫ শতাংশ পোড়া নিয়ে ৩১ জানুয়ারি বার্ন ইউনিটে ভর্তি হয়েছিলেন।
নিহত কামাল হোসেন ওই ভবনের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। মিরপুর চিড়িয়াখানা সড়কের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। কামাল হোসেনের বাবার নাম চান মোহাম্মদ।
গত ৩১ জানুয়ারি বিকেল ৫টা ২৫ মিনিটে অ্যাপকো বাংলাদেশ লিমিটেড নামে ওই প্লাস্টিক পণ্য তৈরির চারতলা বিশিষ্ট কারখানার নিচতলায় বয়লার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের প্রায় পৌনে দু’ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে আগুনে পুড়ে নিহত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫