ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে পেট্রোল বোমা-বোমা তৈরির উপকরণসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
টাঙ্গাইলে পেট্রোল বোমা-বোমা তৈরির উপকরণসহ আটক ২ ছবি: প্রতীকী

টাঙ্গাইল: টাঙ্গাইলে পৃথক দু’টি অভিযানে নাশকতার সামগ্রী, মাদক ও মাদক বিক্রির টাকা এবং মোবাইল সেটসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ১২) টাঙ্গাইল সিপিসি-৩ এর সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়-পাঁচটি পেট্রোল বোমা, বোমা তৈরির কাজে ব্যবহৃত দুই লিটার পেট্রোল ও অন্যান্য সরঞ্জাম, ১২৫ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার ৮শ’ টাকা ও তিনটি মোবাইল সেট।


 
শনিবার দিনগত গভীররাতে টাঙ্গাইলের সখীপুর ও বাসাইল উপজেলায় পৃথক দু’টি অভিযান চালানো হয়।

টাঙ্গাইল র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার মহীউদ্দিন ফারুকী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিক্তিতে শনিবার দিনগত রাতে টাঙ্গাইলের সখীপুর উপজেলার জেলখানা রোড এলাকায় র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় পাঁচটি পেট্রোল বোমা, বোমা তৈরির দুই লিটার পেট্রোল ও অন্যান্য উপকরণ, ২৫ পিস ইয়াবা ও দু’টি মোবাইল সেটসহ স্থানীয় বিএনপি কর্মী সুমনকে আটক করা হয়।

অপরদিকে, রাত ৮টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অপর একটি অভিযান চালায় র‌্যাব। এ সময় ১০০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার ৮শ’ টাকা ও একটি মোবাইল ফোনসহ আন্দিরা পাড়া গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে শাহীন মিয়াকে আটক করা হয়।

তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রতন মিয়ার ছোট ভাই। শাহীনকে রোববার সকালে বাসাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।