ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ছড়া সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ছড়া সম্মেলন অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশের বিদ্যমান সংকট থেকে মুক্তির জন্য ও সুন্দর আগামীর লক্ষ্যে সাংস্কৃতিক বিকাশ অপরিহার্য। মানবিক বিকাশের মাধ্যমে সমাজ ও রাজনীতি থেকে হিংসার অবসান ঘটাতে হবে।



শনিবার দিনব্যাপী কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ছড়া সম্মেলনে বক্তারা এ কথা বলেন।

সম্মেলনে বাংলাদেশে সাম্প্রতিক ছড়া প্রসঙ্গে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যপক ড. মাহফুজ পারভেজ নতুন প্রজন্মকে শিল্পীত জীবনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

আরো বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত মাসিক অগ্রপথিক ও সবুজ পাতা সম্পাদক আনোয়ার কবির, অ্যাডভোকেট নাসিরউদ্দিন ফারুকী, অ্যাডভোকেট মো. নবী হোসেন, কবি দিলরুবা খানম প্রমুখ।

এর আগে সকালে ছড়াকারদের ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখরতায় উদ্বোধন হয় কিশোরগঞ্জ ছড়াকার সংসদ আয়োজিত তৃতীয় এ ছড়া সম্মেলন। সম্মেলন উদ্বোধন করেন শিশুসাহিত্যিক ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার।

ছড়াকার সুবীর বসাকের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনের অলোচনা সভায় প্রধান অতিথি নূর হোসেন তালুকদার ছাড়াও জেলা প্রশাসক এস এম আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ আজিজুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. আসাদুল্লাহ, অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান প্রমুখ বক্তব্য রাখেন। এ উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রাও বের করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।