ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় সাদা পতাকা নিয়ে ইসলামী আন্দোলনের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
ভোলায় সাদা পতাকা নিয়ে ইসলামী আন্দোলনের মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলায় সাদা পতাকা হাতে নিয়ে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা শাখার নেতারা। চলমান রাজনৈতিক সংহিংসতা বন্ধ ও সঙ্কট সমাধানকল্পে অবিলম্বে গ্রহণযোগ্য উদ্যোগ নেওয়ার দাবিতে রোববার(০৮ ফেব্রুয়ারি )সকাল সাড়ে ১১টার দিকে শহরের সদর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে সাদা পতাকা হাতে নিয়ে তারা সংঘাত নয়’ শান্তি চাই এ স্লোগান দেয়।
 
এ সময় বক্তারা দেশের চলমান পরিস্থিতি থেকে উত্তরণে সরকার ও বিএনপিকে এক সঙ্গে বসার অনুরোধ জানান। পরে তারা দেশের মধ্যে শান্তি বজায় রাখার জন্য দোয়া মোনাজাত করেন। মানববন্ধনে বিভিন্ন মাদ্রাসার হাজারো শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।