গাজীপুর: হরতাল-অবরোধ ও সহিংসতার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (জিসিসিআই)। এ মানববন্ধনে “বাংলাদেশ কংগ্রেস” নামে একটি নতুন রাজনৈতিক দলের লিফলেট বিতরণ করা হয়।
রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘সবার উপরে দেশ, দেশ বাঁচাও অর্থনীতি বাঁচাও, হরতাল অবরোধ প্রত্যাহার কর’ স্লোগান নিয়ে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন, জিসিসিআই’র সভাপতি অ্যাডভোকেট আনোয়ার শাদাত।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক ও গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাদী শামিম, পরিচালক ইমরুল কায়েস ফারুক, আরিফুজ্জামান জুয়েল, শাহজাহান মন্ডল সহ আরও অনেকে।
এদিকে মানববন্ধন চলাকালে ‘সব দল দেখা শেষ, এবার এলো কংগ্রেস’ স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করে একটি নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ কংগ্রেস’। গাজীপুরের কাজী আজিমুদ্দিন কলেজের ছাত্র ফরহাদ হোসেন এ লিফলেট বিতরণ করেন।
লিফলেটে আরও বলা হয়েছে, পরিবারতান্ত্রিক, নীতিহীন ও সহিংস রাজনীতি পরিহার করুন, সুস্থ ধারার রাজনীতি করুন। লিফলেটটিতে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের সাত দফা দাবি তুলে ধরা হয়েছে। পাশাপাশি নতুন সংগঠনের কেন্দ্রীয় কমিটির পাঁচ জন শীর্ষ নেতার নাম, পদবী ও ছবি রয়েছে ওই লিফলেটে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫