ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে নকল সোনার বার সহ ৮ প্রতারক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
না.গঞ্জে নকল সোনার বার সহ ৮ প্রতারক আটক ছবি : প্রতীকী

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরে পৃথক দু’টি অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৮ সদস্যকে আটক করেছে। এ সময় তাদের হেফাজত থেকে নকল স্বর্ণের বার তৈরির সরঞ্জাম ও ৩১ টি নকল স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।


 
শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া ও চাঁদমারি এলাকায় শনিবার রাতে ও রোববার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
প্রতারক চক্রের সদস্যরা হলো, সেলিম মিয়া (২৮), মোক্তার হোসেন (২৭), মাহাবুব (২৫), নাসির (২৭), জামাল (২৮), হাবিবুর (৩৫), টিটু (৩০) ও রাজিব (২৯) ।
 
ডিবির উপ-পরিদশর্ক (এসআই) মাজহারুল ইসলাম তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
 
তিনি আরো জানান, প্রতারক চক্রের বেশির ভাগ সদস্যই রিকশা চালক। তারা নারী যাত্রী নিয়ে যাওয়ার পথে কৌশলে ১০ টাকার নোট দিয়ে নকল স্বর্ণের বারগুলো পেঁচিয়ে রাস্তায় ফেলে রাখতো। পথে রিকশা থামিয়ে সেগুলো তুলে যাত্রীদের বলতো ‘আপা এ গুলো কি?’ পরে এগুলোকে স্বর্ণের বার বলে ওই নারীদের কাছ থেকে নগদ টাকা বা তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকার নিয়ে নিতো প্রতারকরা।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা,  ফেব্রুয়ারি ৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।