ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ধলেশ্বরী নদী থেকে ২শ’ কেজি অবৈধ জাটকা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
ধলেশ্বরী নদী থেকে ২শ’ কেজি অবৈধ জাটকা উদ্ধার ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি অপারেশনদল ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ‘এমভি অন্যতমা’ নামক একটি যাত্রীবাহী লঞ্চ থেকে মালিকবিহীন ২শ’ কেজি অবৈধ জাটকা উদ্ধার করেছে।
 
রোববার (০৮ ফেব্রুয়ারি) ভোরে এ বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করা হয়।



টিম লিডার পেটি অফিসার এম ফারুক হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। উদ্ধার হওয়া জাটকার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। পরে জাটকাগুলো নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন বলে জানা যায়।
 
কোস্ট গার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার সাব লে. হাসানুর রহমান বাংলানিউজকে বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এইরূপ অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ জলসীমা নিশ্চিতকরণ ও জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড অঙ্গীকারাবদ্ধ।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।