ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

৪ কর্মকর্তা-কর্মচারী আটক

সচিবালয়ে সরকারবিরোধী লিফলেট উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
সচিবালয়ে সরকারবিরোধী লিফলেট উদ্ধার ফাইল ফটো

ঢাকা: সচিবালয়ের সাত নম্বর ভবনের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি কক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারবিরোধী লিফলেট উদ্ধার করেছে নিরাপত্তা পুলিশ।   এ ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সন্দেহভাজন ৪কর্মকর্তা-কর্মচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


 
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সচিবালয়ের সাত নম্বর ভবনের ৭ম তলার ৬২০ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ২০ থেকে ২৫টির মতো সরকারবিরোধী লিফলেট উদ্ধার করা হয়।

একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অ্যাডমিনিস্ট্রেশন অফিসার (এও)  দৌলতুন্নেছা, পার্সোনাল অফিসার (পিও) গাজী গোলাম মোস্তফা, অফিস সহকারী জিন্নাতুল করিম, এমএলএসএস মাহফুজুর রহমান এবং অফিস সহায়ক শোয়েব খানকে (সোহেল) আটক করে নিরাপত্তা শাখার অফিসে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।  
 
খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সচিবালয়ে যায়। সন্দেহভাজন আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।    আটক চার কর্মকর্তা-কর্মচারীকে মিন্টু রোডের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে (ডিবি) নেওয়া হয়েছে।  

এ বিষয়ে জানতে চাইলে সচিবালয় নিরাপত্তা শাখার প্রধান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আনিচুর রহমান বলেন, এখনও বলার মতো কিছু হয়নি।
উদ্ধার করা লিফলেটটি সচিবালয়ে গোপনে বিতরণ করার জন্য প্রস্তুত করে রাখা হয়েছিল বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মীরা।
  
লিফলেটটি ‘দেশপ্রেমিক সরকারি কর্মকর্তা-কর্মচারী’ ব্যানারে প্রকাশ করা হয়।
 
লিফলেটের শিরোনামে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের সমালোচনা করা হয়।   ।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।