পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া সিদ্দিকের হাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আবদুল হালিম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও দুই মেয়েসহ চারজন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এক সঙ্গে পাঁচজন একটি মোটরসাইকেলে চড়ায় দুর্ঘটনার শিকার হন তারা।
আহতরা হলেন-উপজেলার ধরান্দির এলাকার নিহত আবদুল হালিমের স্ত্রী সেলিনা বেগম (৩০), মেয়ে তানিয়া ও তামান্না এবং মোটরসাইকেল চালক মো. সেলিম (২৬)। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, সকালে সেলিমের ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে স্ত্রী ও মেয়েদের নিয়ে আদাবাড়িয়া সিদ্দিকের হাট এলাকা থেকে বাড়ি ফিরছিলেন আবদুল হালিম। রওনা হওয়ার কিছুক্ষণ পর একটি মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়। এতে চালকসহ পাঁচ আরোহী গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হালিমের মৃত্যু হয়। এদিকে, অবস্থার অবনতি হওয়ায় আহতদের পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫