ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাউফলে মোটরসাইকেলে ৫ আরোহী, দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
বাউফলে মোটরসাইকেলে ৫ আরোহী, দুর্ঘটনায় নিহত ১

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া সিদ্দিকের হাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আবদুল হালিম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও দুই মেয়েসহ চারজন।



রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, এক সঙ্গে পাঁচজন একটি মোটরসাইকেলে চড়ায় দুর্ঘটনার শিকার হন তারা।  

আহতরা হলেন-উপজেলার ধরান্দির এলাকার নিহত আবদুল হালিমের স্ত্রী সেলিনা বেগম (৩০), মেয়ে তানিয়া ও তামান্না এবং মোটরসাইকেল চালক মো. সেলিম (২৬)। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, সকালে সেলিমের ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে স্ত্রী ও মেয়েদের নিয়ে আদাবাড়িয়া সিদ্দিকের হাট এলাকা থেকে বাড়ি ফিরছিলেন আবদুল হালিম। রওনা হওয়ার কিছুক্ষণ পর একটি মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়। এতে চালকসহ পাঁচ আরোহী গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হালিমের মৃত্যু হয়। এদিকে, অবস্থার অবনতি হওয়ায় আহতদের পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।