ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোয়ালন্দে সাংবাদিকদের শান্তি সমাবেশ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
গোয়ালন্দে সাংবাদিকদের শান্তি সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোয়ালন্দ(রাজবাড়ী): ‘নাশকতা-সন্ত্রাস ও সহিংসতামুক্ত নিরাপদ বাংলাদেশ চাই’ এ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে সাংবাদিকদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে গোয়ালন্দ প্রেসক্লাবের আয়োজনে গোয়ালন্দ বাজার প্রধান সড়কের শহীদ স্মৃতিক্লাব ও পাঠাগার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন- গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শিকদার মুহা. আসজাদ হোসেন আজু, সাংবাদিক গণেশ চন্দ্র পাল, আব্দুল আউয়াল, শামীম শেখ, নজরুল ইসলাম ও কুদ্দুসুল আলম প্রমুখ।



সাংবাদিকদের শান্তি সমাবেশে একাত্মতা প্রকাশ করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, পৌর কাউন্সিলর ফজলুল হক, ব্যবসায়ী পরিষদের নেতা মো. ছিদ্দিক মিয়া, কামরুল ইসলাম ডিগ্রি কলেজের শিক্ষক এনায়েত হোসেন জাকির, একজ জাগরণের আহ্বায়ক সুজন সরওয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।