ঢাকা: আবদুল মোতালেব সরকারকে লেবাননের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেছে সরকার। বর্তমানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক অনুশাখার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রোববার (০৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
পেশায় কূটনীতিক মোতালেব সরকার এর আগে বেইজিং, প্যারিস, রাবাত ও লস-এঞ্জেলসের বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। আব্দুল মোতালেব সরকার বাংলাদেশ কৃষি ইন্সটিটিউট (শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়) থেকে বিএ ডিগ্রি অর্জন করেন।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫