ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মোতালেব সরকার লেবাননের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
মোতালেব সরকার লেবাননের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার

ঢাকা: আবদুল মোতালেব সরকারকে লেবাননের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেছে সরকার।   বর্তমানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক অনুশাখার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।



রোববার (০৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

পেশায় কূটনীতিক মোতালেব সরকার এর আগে বেইজিং, প্যারিস, রাবাত ও লস-এঞ্জেলসের বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। আব্দুল মোতালেব সরকার বাংলাদেশ কৃষি ইন্সটিটিউট (শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়) থেকে বিএ ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।