ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জাপার জব্বারকে দুদকের জিজ্ঞাসাবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
জাপার জব্বারকে দুদকের জিজ্ঞাসাবাদ

ঢাকা: অবৈধ সম্পদের মামলা তদন্তে জাতীয় পার্টির নেতা ও সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএ জব্বারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এ জিজ্ঞাসাবাদের সময় ছিল মাত্র ১০ মিনিট।



রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ৩টায় তিনি দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন। জব্বার শারীরিক অসুস্থ থাকায় দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান দুপুর ৩টায় জিজ্ঞাসাবাদ শুরু করে ১০মিনিট পর ছেড়ে দেন।

এর আগে, গত ০৩ ফ্রেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করে চিঠি দেয় দুদক। ২০১৪ সালের ১৩ অক্টোবর দুদক রাজধানীর রমনা মডেল থানায় এমপি জব্বার ও মাহবুব হোসেনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা (মামলা নং-২০, ২১) করে।

প্রায় দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ওই মামলা দু’টি করা হয়। সাবেক সংসদ সদস্য এম এ জব্বর এক কোটি ৭৩ লাখ ৩৪ হাজার ৪শ’ ৯০ টাকা ও তার ছেলে মাহবুব হোসেন ১৯ লাখ টাকা অবৈধভাবে অর্জন করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।