ঢাকা: রাজধানীর মিরপুর আর্মি স্টাফ কলেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর পৌণে ১ টায় এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
বাংলানিউজকে তিনি বলেন, দুপুর পৌনে ১টায় মিরপুর আর্মি স্টাফ কলেজের ৮ তলা ভবনের ৪র্থ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট প্রায় পৌনে ১ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। এই ঘটনায় আর্থিক ক্ষতি ব্যতীত কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ওসি এনায়েত হোসেন।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫