ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে আবারো ২৭ ভারতীয় জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
বঙ্গোপসাগরে আবারো ২৭ ভারতীয় জেলে আটক

বাগেরহাট: বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে আবারো ২৭ ভারতীয় জেলেকে আটক করেছে নৌ বাহিনী।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে দু’টি মাছ ধরা ট্রলারসহ ভারতীয় এই জেলেদের আটক করে নৌ বাহিনীর সদস্যরা।



নৌ বাহিনী একটি সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ৪ ফেব্রুয়ারি একই এলাকা থেকে তিনটি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছিল নৌ বাহিনীর সদস্যরা।

আটক জেলেদের রোববার সন্ধ্যায় বাগেরহাটের মংলা উপজেলার দিগরাজে অবস্থিত বাংলাদেশ নৌ বাহিনীর ঘাটিতে আনার পর সন্ধ্যায় মংলা থানা পুলিশে হস্তান্তর করার কথা রয়েছে।

নৌ বাহিনী সূত্র জানায়, মংলা বন্দর থেকে প্রায় ৮০ নটিক্যাল মাইল দূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন বঙ্গোপসাগরের বাংলাদেশের সমুদ্রসীমা এলাকায় অনুপ্রবেশ করে শনিবার বিকেলে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা।

এ সময় ওই এলাকায় টহলরত বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ বিএনএস ‘তিস্তা’ এফবি মলেশ্বর ও এফবি মাতারময়ী নামে দু’টি ট্রলার এবং ২৭ ভারতীয় জেলেকে আটক করে।

আটক জেলের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশপরগোনা এলাকায়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রোববার সন্ধ্যায় মংলা থানা পুলিশে হস্তান্তর করা হবে।

এর আগে ৪ ফেব্রুয়ারি একই এলাকা থেকে তিনটি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছিল নৌ বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।