ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পরিবহন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচন ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। একথা জানিয়েছেন সংস্থাটির পরিবহন মহাব্যবস্থাপক খন্দকার মিল্লাদুল ইসলাম।
তিনি জানান, কর্পোরেশনের এ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সহকারী পরিবহন তত্ত্বাবধায়ক ফারুক আহমেদ হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। আর সহকারী নির্বাচন কমিশনার মো. মামুন এবং সিরাজুল ইসলাম।
কর্পোরেশনের পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে সায়দাবাদ বাস টার্মিনালের পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ নির্বাচন।
শ্রমিক কর্মচারীদের দুটি প্যানেল একতা পরিষদ এবং ঐক্য পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে। দুটি প্যানেলে ২৫ জন করে সদস্য আছে।
কর্পোরেশনের সহকারী পরিবহন তত্ত্বাবধায়ক ফারুক আহমেদ বাংলানিউজকে বলেন, প্রতি দু’বছর পরপর এ নির্বাচন হয়। এবার দুটি প্যানেল অংশ নিচ্ছে। তবে ইউনিয়নে কোনো রাজনৈতিক প্রভাব নেই।
খন্দকার মিল্লাদুল ইসলামকে প্রধান করে একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটিতে আরো আছেন কর্পোরেশেনের বাসটার্মিনাল ব্যবস্থাপক মারুফ হাসান, সায়দাবাদ বাসটার্মিনালের সহকারী ব্যবস্থাপক গোলাম মোরশেদ এবং উচ্চমান পরিবহনের সহকারী মো. সমির উদ্দিন।
খন্দকার মিল্লাতুল ইসলাম জানায়, ইউনিয়নের নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে ইতোমধ্যে উপ-পুলিশ কমিশনার বরাবর একটি চিঠি দেওয়া হয়েছে। নির্বাচনটি সফল ভাবে পরিচালনা করার লক্ষে প্রশাসনের সর্বাত্বক সহযোগিতা কামনা করছি।
বরাবরের মত এবারও ইউনিয়নের নির্বাচনটি স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫