ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ছয় মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
রাজধানীতে ছয় মাদক ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীতে ৩শ’ ২০ বোতল ফেনসিডিলসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (০৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর ডেমরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



সোমবার (০৯ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রাজধানীর ডেমরার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় ছয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- ইউসুফ সরদার (৬৭), শুকচাঁন আলী (২২), এনামুল হক (৫৩), জয়নাল হাসান (৩৪), মোহাম্মদ রিপন (৩০) ও শরিফুল ইসলাম ওরফে কাজু (৩৬)।

আটককালে তাদের কাছ থেকে ৩২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার মেহেদী ইমরান সিদ্দিক এই অভিযানের নেতৃত্বে দিয়েছিলেন।

পুলিশ জানায়, আটকরা ফেনসিডিল খুচরা ও পাইকারী মূল্যে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।