ঢাকা: রাজধানীতে ৩শ’ ২০ বোতল ফেনসিডিলসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (০৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর ডেমরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রাজধানীর ডেমরার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় ছয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- ইউসুফ সরদার (৬৭), শুকচাঁন আলী (২২), এনামুল হক (৫৩), জয়নাল হাসান (৩৪), মোহাম্মদ রিপন (৩০) ও শরিফুল ইসলাম ওরফে কাজু (৩৬)।
আটককালে তাদের কাছ থেকে ৩২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার মেহেদী ইমরান সিদ্দিক এই অভিযানের নেতৃত্বে দিয়েছিলেন।
পুলিশ জানায়, আটকরা ফেনসিডিল খুচরা ও পাইকারী মূল্যে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫