ঢাকা: হংকংয়ের রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থা ইন্ডিপেন্ডেন্ট কমিশন এগেইনস্ট করাপশনের (আইসিএসি) পরামর্শ অনুযায়ী অনুসন্ধানের প্রয়োজনে এক প্রবাসীকে জিজ্ঞাসাবাদের আওতায় আনছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে হংকংয়ে ট্যুরিস্ট কোম্পানি খুলে ব্যবসার আড়ালে অর্থপাচারের অভিযোগ এনেছে বিদেশি সংস্থাটি।
আইসিএসি ওই প্রবাসীর নাম-ঠিকানা উল্লেখ না করে দুদকের কাছে অভিযোগ করেছে, এ পাসপোর্টধারী (AF 5739533) অর্থপাচারের সঙ্গে জড়িত। দুদককে আইসিএসি তার বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে গোপনে অনুসন্ধান করতে অনুরোধ করেছে।
দুদক ইতোমধ্যে তার সম্পর্কে পাসপোর্ট অফিস থেকে বিস্তারিত তথ্য নিয়েছে। তার নাম সাঈদুর রহমান হাবিব।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে হংকং প্রবাসী বাংলাদেশি হাবিবের ঠিকানায় তলবি নোটিশ পাঠান দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা ও উপ-পরিচালক জুলফিকার আলী।
নোটিশে তাকে ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
এদিকে দুদকের অনুসন্ধান টেবিলে এ ব্যক্তির বিস্তারিত তথ্য রয়েছে। সাঈদুর রহমান হাবিবের বাংলাদেশের বর্তমান ঠিকানায় উল্লেখ রয়েছে, উত্তরার ১০ সেক্টরের ১২নং রোডের ৪ নং অ্যাপার্টম্যান্ট।
জাতীয় পরিচয়পত্রে তার স্থায়ী ঠিকানায় লেখা রয়েছে, সাভার পৌরসভার সোবহানবাগের জলেশ্বরীতলা।
দুদকের পদস্থ এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, দুদকের কাছে আসা চিঠিতে ওই ব্যক্তির শুধু পাসপোর্ট নম্বর উল্লেখ রয়েছে। ওই ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য ছিলো না। দুদক অনুসন্ধানে তার নাম ঠিকানা বের করেছে। সুষ্ঠু অনুসন্ধানে মূল ঘটনা বেরিয়ে আসবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দায়িত্ব পাওয়ার পর দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা গত বছরের অক্টোবরের প্রথম দিকে পাসপোর্ট অফিসে ওই ব্যক্তির পাসপোর্ট নম্বর দিয়ে বিস্তারিত তথ্য পাঠাতে চিঠি পাঠান। নভেম্বর মাসে উত্তরা পাসপোর্ট অফিস থেকে ওই ব্যক্তির নাম, পিতার নাম, জেলাসহ বিস্তারিত তথ্য সংগ্রহ করে দুদক। পাসপোর্ট অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইসিএসি’র মাধ্যমে দুদক জানতে পেরেছে, সাইদুর বর্তমানে হংকংয়ে অবস্থান করছেন। সেখানে ট্যুরিস্ট কোম্পানি খুলে ব্যবসার আড়ালে অর্থপাচার করছেন।
এমন অভিযোগের সত্যতা যাচাই করতে অভিযোগটি গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে দুদক। বাংলাদেশের দুর্নীতি বিরোধী সংস্থাটি ধারণা করছে, আইসিএসি’র মতো সংস্থা থেকে যেহেতু অভিযোগটি এসেছে তাই বড় ধরনের অর্থপাচারকারী হতে পারেন হংকংয়ে অবস্থানকারী এ বাংলাদেশি।
তবে এসব কৌতুহলের অবসান হবে এবং প্রকৃত ঘটন উদঘাটন হবে আরও গভীর অনুসন্ধানে।
হংকংয়ের আইসিএসির অভিযোগ অনুসন্ধানে নামলো দুদক
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫