ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে অংশ নেন তারা।
বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
গত ২৫ জানুয়ারি ড্যান ডাব্লিউ মজীনার স্থলাভিষিক্ত হয়ে ঢাকা আসেন বার্নিকাট। ৪ ফেব্রুয়ারি তিনি রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেন।
ঢাকায় আসার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে এটিই তার প্রথম সাক্ষাৎ।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫