ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিজেদের ইতিহাস ঐতিহ্যের কথা বিবেচনায় নিয়ে ঢাকা বিভাগের সঙ্গেই যুক্ত রাখার জোর দাবি জানিয়েছে টাঙ্গাইলবাসী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদিক সম্মেলন করে এ দাবি জানায় ঢাকার টাঙ্গাইলবাসী নাগরিক কমিটি।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক ডা. মির্জা মাজহারুল ইসলাম।

তিনি বলেন, গত ২৬ জানুয়ারি মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ময়মনসিংহকে নতুন বিভাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। টাঙ্গাইলবাসী বৃহত্তর ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের বিভাগ বাস্তবায়নের দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছে।

ডা. মির্জা বলেন, টাঙ্গাইল অঞ্চল ১৬০৮ খ্রিস্টাব্দে ঐতিহাসিক আতিয়া পরগনার অধীনে আলাদা প্রশাসনিক এলাকা। ১৯০৬ সালের ১৬ জুন পূর্ববঙ্গ ও আসাম সরকারের গেজেটে উত্তরে মধুপুর ও দক্ষিণে মির্জাপুরকে নিয়ে সীমানা চিহ্নিত করে টাঙ্গাইলকে আলাদা মহকুমা করা হয়। তারই ধারাবাহিকতায় ১৯৬৯ সালের ১ ডিসেম্বর টাঙ্গাইল পূর্ণাঙ্গ জেলায় রূপান্তর হয়।

লিখিত বক্তব্যে তিনি জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও কৃষি তথ্য অনুযায়ী, লোকসংখ্যা ও আয়তনে বৃহত্তর ময়মনসিংহ জেলায় ১২ উপজেলা, আয়তন ৪৩৯৬ বর্গকিলোমিটার। টাঙ্গাইল জেলায় ১২ উপজেলা, আয়তন ৩৪১৪ বর্গ কিলোমিটার। টাঙ্গাইল জেলা যদি বৃহত্তর ঢাকার সঙ্গে যুক্ত হয় তবে আয়তন দাঁড়ায় ৭৪৯০+৩৪১৪ = ১০,৯০৪ বর্গ কিলোমিটার। আর টাঙ্গাইল জেলা যদি বৃহত্তর ময়মনসিংহ জেলার সঙ্গে নাও থাকে তবে আয়তন দাঁড়ায় ১৬৭৬৯-৩৪১৪ = ১৩,৩৫৫ বর্গ কিলোমিটার।

অর্থাৎ, ময়মনসিংহের সঙ্গে টাঙ্গাইল যুক্ত না থাকলেও এর আয়তন বৃহত্তর ঢাকার চেয়ে (টাঙ্গাইল যুক্ত অবস্থায়) ২৪৫১ বর্গ কিলোমিটার বেশি থাকে।

টাঙ্গাইলকে ঢাকার সঙ্গে রাখার দাবিতে ইতোমধ্যেই টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুকের নেতৃত্বে সব রাজনৈতিক দল, ব্যবসায়ী, সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষাবিদসহ সবাই সর্বাত্মকভাবে এ আন্দোলনের সঙ্গে থেকে একাত্মতা প্রকাশ করেছেন। কর্মসূচিও পালন করছেন তারা।
 
এছাড়াও গত শুক্রবার আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক টাঙ্গাইলকে ঢাকা বিভাগের সঙ্গেই রাখার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে আমাদের আন্দোলনের চিত্র তুলে ধরেন।     

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইলবাসী নাগরিক কমিটির সদস্য সচিব লায়ন নজরুল ইসলাম, সদস্য পেশাজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব ডা.কামরুল হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল আজিজ, ব্যুরো বাংলাদেশের প্রধান নির্বাহী জাকির হোসেন, টাঙ্গাইল সাংবাদিক সমিতির সভাপতি ফকুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক শাজাহান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি আনোয়ার হোসাইন সাগর, নাজমুল হাসান, ফোজায়েল আহমেদ পরাগ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।