ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নতুন বেতন কাঠামো ও পিসরেট বৃদ্ধির দাবি পোশাক শ্রমিকদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
নতুন বেতন কাঠামো ও পিসরেট বৃদ্ধির দাবি পোশাক শ্রমিকদের

সাভার(ঢাকা): নতুন বেতন কাঠামো ও পিসরেট বৃদ্ধির দাবিতে সাভারের আশুলিয়ায় দু’টি তৈরি পোশাক কারখানার ভেতরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে টঙ্গিবাড়ী এলাকার মণ্ডল ফ্যাশন গার্মেন্টস ও আশুলিয়ার পুকুরপাড় এলাকার মাহাবুব অ্যাপারেলসের শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন।

 

শিল্প পুলিশ জানায়, সকালে আশুলিয়ার টঙ্গিবাড়ী এলাকার মণ্ডল ফ্যাশন গার্মেন্টসে নতুন বেতন কাঠামোর দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন এক হাজার দুইশ’ শ্রমিক। এক পর্যায়ে কারখানার সুপারভাইজার সিদ্দিক শ্রমিকদের কাজ করতে বললে শ্রমিকরা একজোট হয়ে তাকে মারধর করেন। এ সময় মালিকপক্ষের লোকজন আহত অবস্থায় সুপারভাইজার সিদ্দিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে একই সময় পুকুরপাড় এলাকার মাহাবুব অ্যাপারেলস নামে একটি সোয়েটার কারখানায় পিসরেট বৃদ্ধির দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন ছয় শতাধিক শ্রমিক।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজার রহমান বাংলানিউজকে বলেন, দু’টি কারখানার ভেতরে নতুন বেতন কাঠামো ও পিসরেট বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গার্মেন্টস দু’টির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।