ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ডিআরইউ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে দেশের সকল সাংবাদিকদের মানববন্ধনে উপস্থিত থাকার আহ্বান জানান সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।
সাংবাদিক দম্পতি সাগর-রুনির তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর-রুনি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় খুন হন। পরে ১২ ফেব্রুয়ারি সাগর-রুনি হত্যার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন নওশের আলম রোমান। এই মামলার তদন্ত করতে ডিবি পুলিশকে দায়িত্ব দেওয়া হয়। এরপর ডিবির তদন্তভার ৠাবের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫