ঢাকা: গত একমাসে সীমান্ত এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ কোটি টাকারও বেশি মূল্যের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি মাসে মোট ৫০ কোটি ৪ লাখ ৪০ হাজার ৭৫৬ টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।
একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এরমধ্যে ৪০ হাজার ৬২৯ বোতল ফেনসিডিল, ৩ লাখ ৪৭ হাজার ১৯৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২৪ হাজার ৩৪ টি যৌন উত্তেজক ট্যাবলেট, ২৩ হাজার ৫৭২ বোতল বিদেশি মদ, ১ হাজার ২১০ লিটার দেশীয় মদ, ৬ হাজার ২৬৫ ক্যান বিয়ার, ৮৯১ কেজি গাঁজা, ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন রয়েছে।
এছাড়া ছিল ১ হাজার ২৬৩ টি নেশা জাতীয় ইনজেকশন এবং ৩ হাজার ৫৫০ বিভিন্ন প্রকারের ট্যাবলেট জব্দ করা হয় বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত একমাসের অভিযানে নয়টি পিস্তল, ছয়টি বন্দুক, ছয়টি ম্যাগজিন, ৩ হাজার ৭৭২ রাউন্ড গুলি ও ৩৩ কেজি ৭০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়।
এছাড়া সীমান্তে অবৈধ পারাপারের সময় বেশ কয়েকজনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে বিজিবির প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫