ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ের মাকে হত্যার দায়ে পালিত ছেলের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
ঠাকুরগাঁওয়ের মাকে হত্যার দায়ে পালিত ছেলের মৃত্যুদণ্ড

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে উম্মে কুলসুম (৬০) নামে এক বৃদ্ধাকে হত্যার দায়ে তার পালিত ছেলে ফয়সালকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে আসামির উপস্থিতিতে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এ রায় দেন।



ফয়সাল সদর উপজেলার ছোট বালিয়া গ্রামের আবু হানিফের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৮ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ার আইনজীবী বদিউজ্জামান বাদল চৌধুরীর স্ত্রী পিটিআইয়ের সাবেক সুপারিন্টেন্ডেন্ট উম্মে কুলসুমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

ঘটনার পরদিন বদিউজ্জামান বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরদিনই এ মামলায় ফয়সালকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত শেষে পুলিশ ফয়সালকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার দুপুরে বিচারক এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।