হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা সদরের বাজারের কাছে একটি দিঘী থেকে নান্টু চন্দ্র দেব (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃত নান্টু চন্দ্র দেব কিশোরগঞ্জের ইটনা উপজেলার রাজীবপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, আজমিরীগঞ্জ বাজারে নান্টু চন্দ্র দেবের হার্ডওয়্যারের দোকান ছিল। তিনি দিন শেষে রাতে দোকানেই ঘুমাতেন। সোমবার সকালে বাজারের ব্যবসায়ীরা তার ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ দেখে দরজা ভেঙে ভেতরে ঢুকেও তাকে পায়নি।
পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ব্যবসা প্রতিষ্ঠানের পেছনের দিঘীতে নান্টুর মৃতদেহ ভেসে থাকতে দেখে ব্যবসায়ীরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর বখত চৌধুরী বাংলানিউজকে জানান, নান্টুর শরীর তার জাতীয় লোহা দিয়ে কিছুটা পেঁচানো ছিল। তবে এটা হত্যা না অন্য কিছু ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫