গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রানা সরকার নামে এক যুবকের ওপর হামলা চালিয়ে তার এক হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালীবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।
আহত রানা সরকার পলাশবাড়ী সদর ইউনিয়নের গৃধারীপুর গ্রামের ফুল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে কালীবাড়ী বাজারের কেন্দ্রীয় কালীমন্দিরের পাশের সড়কে একটি সেলুনে চুল কাটাতে আসেন রানা।
এ সময় ৮/১০ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে মারধর করে দুই পা ও এক হাতের রগ কেটে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫