ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে যুবকের হাত-পায়ের রগ কর্তন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
পলাশবাড়ীতে যুবকের হাত-পায়ের রগ কর্তন

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রানা সরকার নামে এক যুবকের ওপর হামলা চালিয়ে তার এক হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালীবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।



আহত রানা সরকার পলাশবাড়ী সদর ইউনিয়নের গৃধারীপুর গ্রামের ফুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে কালীবাড়ী বাজারের কেন্দ্রীয়  কালীমন্দিরের পাশের সড়কে একটি সেলুনে চুল কাটাতে আসেন রানা।

এ সময় ৮/১০ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে মারধর করে দুই পা ও এক হাতের রগ কেটে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।