বরিশাল: বরিশালের ১০টি উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরে ট্যাবলেট পিসি দেওয়া হয়েছে।
দেশব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উন্নয়নের লক্ষ্যে ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-২ (ইনফো-সরকার) প্রকল্পের আওতায় দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি কর্মসূচির অংশ হিসেবে বরিশালে ৩৯০টি ট্যাবলেট পিসি দেওয়া হয়।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের হাতে এ ট্যাবলেট পিসি হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক মো. শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস ও বিশেষ অতিথি বিভাগীয় কমিশনার মো. গাউস উপস্থিত ছিলেন।
পরে তারা কর্মকর্তাদের হাতে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ট্যাবলেট পিসি গুলো হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫